বান্দরবানসোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্থলমাইনে অসহায় বন্যহাতিও

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ১২, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ব হাতি দিবসের মাত্র একদিন আগে স্বাধীনভাবে বিচরণ করতে গিয়ে মিয়ানমারে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে একটি বন্যহাতির ডান পা ক্ষতিগ্রস্থ হয়েছে।

সোমবার ১১ আগস্ট দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের চাকঢালা সীমান্তের ৪৩ ও ৪৪ আন্তর্জাতিক পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা (আর ও) মো. মোজাম্মেল হক সরকার ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিস্ফোরণে হাতিটির ডান পায়ের গোড়ালি উড়ে যায়। হাতিটিকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এবং তদারকিতে রাখা হয়েছে।

তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় সূত্রগুলো জানায়, অন্য সময়ের মতো খাদ্যের সন্ধানে এদিক সেদিক ঘুরাঘুরির সময় স্থলমাইন বিস্ফোরণের স্বীকার হয় সে। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি উড়ে গেছে। আঘাতে দিক বেদিক জ্ঞানশূন্য হয়ে হাতিটি একবার বাংলাদেশ ভূখন্ডে আরেকবার মিয়ানমার ভূখন্ডে দৌড়াদৌড়ি করতে থাকে। শেষ পর্যন্ত বাংলাদেশ ভূখন্ডে চেরার মাঠের ঐট্টাইল্যাঝিরি এলাকায়
আশ্রয় নেয়। এসময় বনবিভাগসহ স্থানীয় লোকজন তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়।