বান্দরবান শহরের এক ব্যবসায়ীর হাত থেকে টাকা ছিনতাইকারীকে ঘটনার ৩ দিনের মাথায় আটক করেছে পুলিশ।
বুধবার ১৩ আগস্ট রাত ১১টায় জেলা সদরের পৌরসভা গেইট এবং সদর উপজেলা পরিষদ গেইট এলাকায় ছিনতাইয়ের এই ঘটনা ঘটে।
গোপণ সূত্র, ট্রেকিং এবং বিশেষ অভিযান চালিয়ে রবিবার ১৭ আগস্ট ভোরে কক্সবাজার জেলার চকরিয়া খুটাখালী নতুন পাড়া এলাকা থেকে ছিনতাইকৃত টাকাসহ মো. শাহাদাত হোসেন সাজু (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় বান্দরবান সদর থানা পুলিশ।
রবিবার ১৭ আগস্ট দুপুরে ছিনতাইকারীকে টাকাসহ উদ্ধারের বিস্তারিত বর্ণনা দেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।
তিনি জানান, বান্দরবান বাস টার্মিনাল এলাকায় অবস্থিত পাহাড়িকা ফিলিং স্টেশনের মালিক নিখিল কান্তি দাশ প্রতিদিনের মতো পায়ে হেটে বাসায় ফিরছিলেন। এ সময় তার কাছে একটি ব্যাগে ২ লাখ ১৫ হাজার টাকা ছিল। উপজেলা গেইট এলাকায় আসা মাত্র শাহাদাত হোসেন সাজু নামের ওই ব্যক্তি তার হাত থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পুলিশ সুপার জানান, ঘটনা জানার পরপরই জেলা পুলিশ এবং সদর থানা বিষয়টি গুরুত্ব দিয়ে বিশেষ অভিযানে নামে এবং নগদ ২ লাখ ৯ হাজার টাকাসহ আসামীকে গ্রেপ্তার করে নিয়ে আসে।
পুলিশ সুপারের কনফারেন্স রুমে আয়োজিত এই ব্রিফিংয়ে বান্দরবান জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ এবং ব্যবসায়ী নিখিল কান্তি দাশ উপস্থিত ছিলেন।
গ্রেপ্তারকৃত আসামী শাহাদাত হোসেন সাজু বান্দরবান পৌরসভার ইসলামপুর এলাকার বাসিন্দা।
