পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৯ সদস্য বিশিষ্ট পরামর্শক কমিটি গঠন করা হয়েছে।
গত ১৩ আগস্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানায়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইনের ২০১৪ অনুসারে ১১ (১) ঘ ধারা মুলে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়।
নয় সদস্য বিশিষ্ট এই কমিটিতে রাঙামাটি জেলা থেকে ৪জন, খাগড়াছড়ি জেলা থেকে ৩ জন এবং বান্দরবান জেলা থেকে ২জন সদস্য নেয়া হয়েছে।
আইন অনুযায়ী ৩জন ইউপি চেয়ারম্যান, ৩ জন মৌজা হেডম্যান এবং ৩ জন বিশিষ্ট নাগরিককে নেয়ার বিধান রয়েছে।
নবগঠিত কমিটিতে ইউপি চেয়ারম্যানগণ হচ্ছেন: মৌজা হেডম্যানদের পক্ষ থেকে নেয়া সদস্যরা হচ্ছেন: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা মৌজার হেডম্যান বিশ্বজিত চাকমা, খাগড়াছড়ি জেলা সদরের গোলবাড়ি মৌজার হেডম্যান উক্যসাইন চৌধুরী এবং বান্দরবান জেলা লামা উপজেলার হেডম্যান চাম্বি মৌজার হেডম্যান টি মং প্রু।
বিশিষ্ট নাগরিকদের মধ্য থেকে নেয়া হয়েছে- খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জীবন রোয়াজা, রাঙামাটির সাবেক প্রধান শিক্ষক অঞ্জুলিকা খীসা এবং রাঙামাটিতে দায়িত্বরত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক নাসিম হায়দার।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিশিষ্ট নাগরিক কোটায় বান্দরবান থেকে কোন সদস্য নেয়া হয়নি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পার্বত্য চট্টগ্রামেরর কোন জেলার স্থায়ী বাসিন্দা নন। তিনি একজন সরকারি চাকুরীজীবী।