বান্দরবানমঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আত্মহননকারী পুলিশ কনস্টেবলের মৃত্যু

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান পুলিশ লাইনে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহনন চেষ্টাকারী পুলিশ কনস্টেবল রাশেদুল ইসলাম (২৮) শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

শনিবার ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় পুলিশ লাইনের ৪ তলা বিশিষ্ট ব্যারাক ভবনের ছাঁদ থেকে লাফিয়ে পড়েন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থা সংকটাপন্ন হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পুলিশ কনস্টেবলের মৃত্যু ঘটে।

বান্দরবানের পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাউছার এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

বান্দরবান সদর থানা পুলিশ সূত্র জানায়, ছাঁদ থেকে লাফিয়ে পড়ে কনস্টেবল রাশেদুল ইসলামের দুই পায়ের গোড়ালি ভেঙ্গে যায়। তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। পুলিশ লাইনের হাসপাতালে তার চিকিৎসা সেবা চলছিল।

চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে।

পুলিশ কনস্টেবল রাশেদুল ইসলামের বাড়ি জামালপুর জেলার সরিষা বাড়ি উপজেলায়।