বান্দরবানমঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুয়ালক থেকে অপহৃত দুই শ্রমিকের মুক্তি

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১২, ২০২৫ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের সুয়ালকের একটি ইটভাটা থেকে অপহৃত দু’শ্রমিককে বৃহষ্পতিবার ১১ সেপ্টেম্বর রাতে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা।

এএইচএন ইটভাটার মালিক আবদুল কুদ্দুস চেয়ারম্যান এবং সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা অপহৃতদের মুক্তির বিষয় নিশ্চিত করেছেন।

তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

ইটভাটার মালিক আবদুল কুদ্দুস চেয়ারম্যান বলেন, তাদের ফিরে পেতে ১৪ লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে। এরপরই তাদেরকে সদর ইউনিয়নের কানা পাড়ার গভীর জঙ্গলে এনে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। তবে কারা তাদের অপহরণ করেছে এ বিষয়ে তিনি মন্তব্য করতে সম্মত হননি।

গত ৪ সেপ্টেম্বর রাতে অস্ত্র উঁচিয়ে তপন দাশ (৬৫) ও জয় নাথকে (৫৫) অপহরণ করা হয়। এক সপ্তাহ ধরে নানা প্রক্রিয়ায় যোগাযোগের পর তাদের ফিরে পাওয়া যায়।

এদিকে এই অপহরণের পর পুলিশ এবং নিরাপত্তা বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালায়। কিন্তু কোনভাবেই তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে অপহৃতরা মুক্তি পাওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।