ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
শুক্রবার ৭ নভেম্বর বিকালে রাজার মাঠ থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্ত্বরে এসে শেষ হয়।
এসময় জেলা বিএনপির আহবায়ক ও জাতীয় সংসদের ৩০০ নং আসনের মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, মশিউর রহমান মিঠুন, মজিবুর রশিদ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
