বান্দরবানবৃহস্পতিবার, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে ৬ রোহিঙ্গা নাগরিক আটক

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৫, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত তল্লাশীকালে বান্দরবান জেলা সদর অভিমুখি একটি যাত্রীবাহী বাস থেকে ৬ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

শনিবার ১৫ নভেম্বর দুপুরে জেলা সদরের রেইচা চেকপোস্টে তাদের আটক করা হয়।

শনিবার রাতে ইস্যু করা বান্দরবান সদর জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদের নির্দেশনা অনুযায়ী রেইচা আর্মি চেক পোস্টে নিয়মিত তল্লাশী ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনাকালে বান্দরবানগামী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশী করা হয়। তল্লাশীকালে ৬ জন সন্দেহভাজন পুরুষ যাত্রীকে আটক করা হয়। এ সময় তারা তাদের জাতীয় পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয় এবং নিজেদেরকে বলপু্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক (রোহিঙ্গা) হিসেবে স্বীকার করেন।

আটককৃতরা হচ্ছেন: রহিমুল্লাহ (২৪), হাসিমোল্লা (৩৯), হানিফ (২৫), ইমাম হোসেন (২৭), সৈয়দ আলম (৩২) ও মোঃ সাগের (২১)।

তারা কক্সবাজায় জেলার উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে তালিকাভুক্ত। ক্যাম্প থেকে থেকে অবৈধভাবে বের হয়ে তারা বান্দরবানে রাজমিস্ত্রির কাজ করার উদ্দেশ্যে যাচ্ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।