জাতীয় সংসদের ৩০০নং বান্দরবান আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পাওয়া সাচিং প্রু জেরীর পরিবর্তে জাবেদ রেজাকে দেয়ার দাবিতে সোমবার ১৭ নভেম্বর সকালে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা বিভিন্ন ফেস্টুন-প্ল্যাকার্ড নিয়ে জেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে স্থানীয় মুক্তমঞ্চে আয়োজিত এক সমাবেশে আওয়ামী সরকারের আমলে আন্দোলন-সংগ্রামে নেতৃত্বদানকারী ও জেলা কমিটির সদস্য সচিব জাবেদ রেজাকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানায়।
বিএনপি’র অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজিত এই সমাবেশে জাবেদ রেজা উপস্থিত না থাকলেও জেলা বিএনপি’র অনেক পরিচিত মুখকে দেখা গেছে।
সমাবেশে বক্তব্য দেন- বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মো. আইয়ুব, মহিলা দলের নেত্রী সাই সাই নু মারমা ও পোম্পী সেন।
এর আগে গত ৩ নভেম্বর বিএনপি ৩০০ নং পার্বত্য বান্দরবান আসনে জেলা কমিটির আহবায়ক এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী সাংসদ ও জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরীকে দলীয় মনোনয়ন দেয়।
স্থানীয় সুত্রগুলো জানায়, বান্দরবানের বোমাং রাজ পরিবারের অন্ত:কোন্দলের প্রভাবে গত ৩ যুগ ধরে জেলা বিএনপির মধ্যে দু’টি গ্রুপ রয়েছে। এর একটির নেতৃত্বে রয়েছেন সাচিং প্রু জেরী। সংরক্ষিত আসনে নির্বাচিত সাবেক মহিলা সাংসদ এবং বোমাং রাজ পরিবারের পুত্রবধু মিজ মাম্যাচিং। জাবেদ রেজা এই গ্রুপের দ্বিতীয় প্রধান নেতা।
