বান্দরবানের লামায় পরিবেশ অধিদপ্তরের অভিযান চলাকালে বাধা প্রদানের অভিযোগে এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী এরফানুল হক (২৫) এবং অন্য ১০ জনের বিরুদ্ধে সোমবার ১৭ নভেম্বর রাতে মামলা হয়েছে।
বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তর সুত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন বাদী হয়ে পরিবেশ আইনের দন্ডবিধি ১৮৬০ এর ১৪৩/৩৪১/১৮৬/৫০৬ ধারায় লামা থানায় এই মামলা দায়ের করেন।
মামলায় অন্যান্য আসামীরা হচ্ছেন: মিজবাহ উদ্দিন মিন্টু (৪৮), মো. মহিউদ্দিন (৪০), এবি ওয়াহিদ (৫০), শওকত ওসমান (৪০), মুজিবুল হক চৌধুরী (৫০), খায়ের উদ্দিন মাষ্টার (৫০), মিজানুল হক, আবদুল জলিল, আলম মেম্বার ও জহির।
লামা থানার ওসি তোফাজ্জল হোসেন মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন।
পরিবেশ অধিদপ্তরের বান্দরবানে দায়িত্বপ্রাপ্ত সহকারি পরিচালক রেজাউল করীম চৌধুরী জানান, গত ১৬ নভেম্বর লামা উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানুল ইসলামের নেতৃত্বে লামা উপজেলার ফাইতং এলাকার অবৈধ ইটভাটাগুলোতে অভিযান চালাতে গেলে ইটভাটার পক্ষের লোকজন কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে বাধা প্রদান করায় এই মামলা দায়ের করা হয়েছে।
