বান্দরবানের লামায় এক সড়ক দুর্ঘটনায় মোস্তফা কামাল নামে একজন ট্রাক চালক নিহত হয়েছে।
বুধবার ১৯ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে চিরিঙ্গা-লামা-আলীকদম সড়কের পশ্চিম লাইন ঝিরি পয়েন্টে এ ঘটনা ঘটে।
লামা থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, পোল্ট্রি খাদ্য সামগ্রী নিয়ে কক্সবাজার থেকে লামা অভিমুখি পণ্যবাহী ট্রাক খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, মোস্তফা কামাল ট্রাকটি চালাচ্ছিলেন।
ধারণা করা হচ্ছে, ঢালু রাস্তায় নামতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় চালককে উদ্ধার করে। পরে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লামা থানা পুলিশ সুত্র জানায়, নিহত মোস্তফা কামাল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা।
