বান্দরবানের রুমার বগালেক থেকে ক্যওক্রাডং পর্যটন স্পটে যাওয়ার সময় চাঁদের গাড়ি (জীপ) উল্টে ১১জন পর্যটক আহত হয়েছেন।
বৃহস্পতিবার ২০ নভেম্বর সকালে বগালেক-ক্যওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র জানায়, পর্যটকরা সবাই কুষ্টিয়া জেলার বাসিন্দা।
রুমা থানার ওসি মো. সোহরাওয়ার্দী জানান, বুধবার ১৯ নভেম্বর তারা বান্দরবান ও রুমা হয়ে বগালেক পর্যটন এলাকায় আসেন। বৃহস্পতিবার ভোরে তারা একটি চাঁদের গাড়ি (জীপ) নিয়ে ক্যওক্রাডং এর উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু পেঁপে বাগান এলাকার খাড়া পয়েন্টে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর ফলে গাড়িটি একটি পাকা সেতুর রেলিং এ ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে যায়।
ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে প্রথমে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে চিকিৎসা জানিয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে কুষ্টিয়া জেলার ৬জন, নরসিংদী জেলার ৩জন এবং বান্দরবান জেলার একজন ট্যুরিস্ট গাইডও রয়েছেন। তারা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুরের আকরাম আলী (৩৭), সিদ্দিকুর রহমান (৫৫), সোহেল রানা (৪৫), রাশেদুল ইসলাম (৪৪), আফিকুল ইসলাম (৪৪), ফারুক আহমেদ (৪২), নরসিংদী জেলার রুবায়েত হাসান (৩৩), রুমি আক্তার (২৮), ঝুমা আক্তার (২৬) ও রুমা উপজেলার বাসিন্দা ট্যুরিস্ট গাইড স্বপন বড়ুয়া (৩৪)। তাদের মধ্যে কুষ্টিয়ার রাশেদুল ও ট্যুরিস্ট গাইড স্বপন বড়ুয়ার অবস্থা গুরুতর। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
