বান্দরবানবুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রত্যাগত ২৬ বম পরিবারকে সেনা জোনের খাদ্য সহায়তা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ২৬, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানে ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ অপতৎপরতায় গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়া ২৬টি বম পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন। সম্প্রতি এসব পরিবার নিজ গ্রামে ফিরে এসেছেন।

বুধবার ২৬ নভেম্বর সকালে সদর জোন মাঠে এসব খাদ্য সামগ্রী সুবিধাভোগীদের হাতে তুলে দেন জোন কমান্ডার ও ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মোহাম্মদ হুমায়ুন রশীদ।

জোন কমান্ডার নিজ গ্রামে প্রত্যাবর্তনকারীদের উদ্দেশ্য করে বলেন, দেশের নাগরিকদের নিরাপত্তা প্রদানে সরকার দৃঢ় অঙ্গিকারাবদ্ধ। তাই কোন বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপের ভয়ে পালিয়ে না গিয়ে নিজেরাই প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী প্রান্তিক এলাকার জননিরাপত্তায় নিরলসভাবে কাজ করছে। কোন সমস্যা হলে আমাদের জানান। আমরা জীবন বাজী রেখে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবো।

লে. কর্ণেল মোহাম্মদ হুমায়ুন রশীদ বলেন, এখনো যেসব পরিবার প্রাণভয়ে বিভিন্ন এলাকায় পালিয়ে আছে- তাদেরকে নিজ নিজ এলাকায় ফিরিয়ে নিয়ে আসার জন্য বম সামাজিক নেতৃবৃন্দকে আহবান জানান।

এ সময় সদর জোনের স্টাফ অফিসার মেজর এ এস এম মাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ৫০ কেজি, ডাল ৫ কেজি, লবণ ৫ কেজি, তেল ৫ কেজি, আলু ৫ কেজি ও পেয়াজ ৫ কেজি।