বান্দরবানশুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবান জেলার ৬ বিএনপি নেতার বহিস্কার আদেশ প্রত্যাহার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৩, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

সংগঠন বিরোধী কর্মকান্ডের জন্য বহিস্কারপ্রাপ্ত বান্দরবান জেলা ও উপজেলার ৬ বিএনপি কর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বুধবার ৩ নভেম্বর সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠন বিরোধী কর্মকান্ডের জন্য বিভিন্ন সময়ে বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ, বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আবুল কালাম, বান্দরবান জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক ও নাইক্ষ্যংছড়ি উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি হামিদ চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, আলীকদম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ রিটন এবং লামা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাকের হোসেন মজুমদারকে দল থেকে বহিস্কার করা হয়। আবেদনের মাধ্যমে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বুধবার থেকে তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।