মঙ্গলবার ৯ ডিসেম্বর থেকে বান্দরবান স্টেডিয়ামে শুরু হচ্ছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা।
জেলার ৭টি উপজেলা থেকে ১টি করে এবং জেলা টিমসহ মোট ৮টি টিম এতে অংশ নিচ্ছে।
সোমবার ৮ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
জেলা পরিষদ হলরুমে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন।
পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম, পরিষদের সদস্যবৃন্দ এবং কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটি সুত্র জানায়, ১৪ ডিসেম্বর গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
