বান্দরবানশনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চিম্বুক সড়কে ট্যাক্সি উলটে গিয়ে পর্যটক নিহত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৩১, ২০২৫ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান-চিম্বুক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সিএন্ডজি চালিত যাত্রীবাহী ট্যাক্সি উলটে গিয়ে এক পর্যটক নিহত হয়েছে।

বুধবার ৩১ ডিসেম্বর বিকেলে এই ঘটনা ঘটে।

বান্দরবান সদর থানার ওসি মো: শাহেদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত পর্যটকের নাম মোঃ সাগর। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

ঘটনার পরপরই আশপাশের লোকজন ছুটে এসে ওই পর্যটককে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।