বান্দরবানশনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নওমুসলিম হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ২ আসামী গ্রেপ্তার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৩১, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ৪ বছর আগে নওমুসলিম মো. ওমর ফারুককে হত্যার সাথে জড়িত দু’আসামীকে রোয়াংছড়ি থানা পুলিশ বুধবার ৩১ ডিসেম্বর ভোররাতে গ্রেপ্তার করেছে।

রোয়াংছড়ি থানার ওসি এম সাকের আহমেদ জানান, গ্রেপ্তারকৃত ডানিয়েল ত্রিপুরা (৪০) এবং জমা ত্রিপুরা (৩৫) ওই হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

তিনি জানান, তারা দু’জনই রোয়াংছড়ি উপজেলার তুলাছড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, ওমর ফারুক একজন ত্রিপুরা সম্প্রদায়ভুক্ত নাগরিক ছিলেন। খ্রিস্টান ধর্ম ছেড়ে চার বছর আগে তিনি ইসলাম ধর্ম গ্রহন করেন এবং তুলাছড়ি এলাকায় ইসলাম প্রচারক হিসেবে কাজ শুরু করেন। চার বছর আগে তিনি নিজ বাড়িতে আততায়ীদের হাতে খুন হন।

রোয়াংছড়ি থানার উপ পরিদর্শক শুভ্র মুকুল চৌধুরী জানান, গ্রেপ্তারের পর আদালতের নির্দেশনা অনুযায়ী ৩১ ডিসেম্বর দুপুরে আসামীদের বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়েছে।