বান্দরবানশুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির হামলায় নিহত এক

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৩, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম জানান, শনিবার ৩ জানুয়ারি ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বাইশারি ইউনিয়নের লম্বার বিল তিতার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুস সালাম (২৮)। তিনি একজন পেশায় টিউবওয়েল মিস্ত্রি।

তিনি জানান, স্থানীয় বন বিভাগের সহযোগিতায় নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ভোরে বাড়ি থেকে বের হয়েই আব্দুস সালাম বন্য হাতির সামনে পড়লে শুড় দিয়ে পেঁছিয়ে হাতি তাকে আছাড় মারে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

নাইক্ষংছড়ি থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। সুরতহাল শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।