বান্দরবানশনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সব চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানই আমাদের লক্ষ্য- ইসি

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৫, ২০২৬ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব:) বলেছেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এবং সবার কাছে গ্রহনযোগ্য করে তোলার প্রশ্নে এবারের নির্বাচন জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ।

সোমবার ৫ জানুয়ারি সকালে বান্দরবান কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিদ্যমান নির্বাচন পরিস্থিতি এবং প্রশাসনের প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য এক দিনের সরকারি সফরে তিনি বান্দরবান আসেন। সফরকালে তিনি জেলা প্রশাসন, পুলিশ, নির্বাচন কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন।

ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বিগত বিতর্কিত নির্বাচনসমুহের কারণে নির্বাচন কমিশন এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। আমরা সবাই আন্তরিকভাবে কাজ করলে হৃতগৌরব ফিরিয়ে আনা সম্ভব।

নির্বাচন কমিশনার বলেন, ভৌগোলিক এবং বিদ্যমান পরিস্থিতির কারণে পার্বত্য অঞ্চলে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সত্যিকার অর্থেই দুঃসাধ্য। কিন্তু আমরা সব ধরনের চ্যালেঞ্জকে মোকাবিলা করে জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই।

এসব মতবিনিময় সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমান, জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম এবং নির্বাচন কমিশনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।