নাইক্ষ্যংছড়িতে পৃথক দুটি অভিযানে ৩টি একনলা বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে গত ৬ জানুয়ারি রাতে উপজেলার ওয়াসাখালী হরিণখাইয়া মুখ এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। অন্যদিকে ১০ জানুয়ারি ভোরে উপজেলার বাইশারী ইউনিয়নের জোড়াব্রিজ এলাকায় পরিত্যক্ত অবস্থায় আরো একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস কে এম কপিল উদ্দিন কায়েস জানান, উদ্ধারকৃত ৩টি একনলা বন্দুক আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
