বান্দরবানরবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে যুবলীগ নেতা গ্রেফতার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৪, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান জেলা সদরের বৌদ্ধ অনাথালয় এলাকা থেকে যুবলীগ নেতা রানা চৌধুরীকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ২৪ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে পুলিশ রানা চৌধুরীর বাড়ি ঘেরাও করে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সুত্রে রানা চৌধুরীকে গ্রেপ্তারের সত্য নিশ্চিত করলেও এ ব্যাপারে বিস্তারিত তথ্য এখনো জানায়নি।

প্রাপ্ত তথ্য মতে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ বান্দরবান শহর শাখার উপ-প্রচার সম্পাদক পদে রয়েছেন তিনি। তার বিরুদ্ধে দু’টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পরপরই তাকে বান্দরবান সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে।