কোন পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার ১১ আগষ্ট থেকে বান্দরবান জেলায় গণ টিকা কার্যক্রমে এবং করোনার প্রথম ডোজ ভ্যাকসিনেশন বন্ধ হয়ে যাওয়ায় জনমনে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।
স্বাস্থ্য বিভাগ বলেছে, প্রথম ডোজ টিকাদান বন্ধ নয়, মজুদ ফুরিয়ে যাওয়ায় সাময়িক স্থগিত রাখা হয়েছে। শিগগিরই তা আবার চালু করা হবে।
সিভিল সার্জন ডা. অংসুইপ্রু জানান, শনিবার ১৪ আগষ্ট আবারো টিকার সরবরাহ পাওয়া যাবে। এরপর প্রথম ডোজ টিকাদান আবার শুরু হবে।
তিনি জানান, সবশেষ সিনোফার্মের ৩২ হাজার ৮০০ ডোজ টিকা পাওয়া গেছে। সেখান থেকে ঝুঁকি এড়াতে ১১ হাজার ডোজ দ্বিতীয় রাউন্ডের জন্য এবং ২১ হাজার ডোজ প্রথম রাউন্ডের জন্য রাখা হয়।
ডা. অংসুইপ্রু জানান, প্রস্তুতি অনুযায়ী গণ টিকা কর্মসূচিতে প্রতি টিকা বুথে প্রতিদিন ২০০ জনকে ভ্যাকসিনেশন করার কথা থাকলেও জন চাহিদার চাপে কোন কোন বুথে ৩০০ জনকে টিকা দিতে হয়েছে। এর ফলে টিকার মজুদ দ্রুত ফুরিয়ে যায়।
এদিকে স্বাস্থ্য বিভাগীয় সূত্র জানায়, প্রথম ডোজ বন্ধ থাকলেও পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী সিনোফার্মের দ্বিতীয় ডোজ টিকাদান চলছে। একই সাথে শুরু হয়েছে ইতোপূর্বে এস্ট্রোজেনিকার প্রথম ডোজ টিকা নিয়ে অপেক্ষমান দ্বিতীয় ডোজ দেয়ার কর্মসূচিও।
সম্প্রতি এস্ট্রোজেনিকার ৪ হাজার ডোজ টিকার বরাদ্দ আসায় এ ব্যবস্থা নেয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা।