বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২০ নভেম্বর মুজিববর্ষ জাতীয় মাউন্টেন বাইক প্রতিযোগীতা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৪, ২০২১ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

মুজিববর্ষ জাতীয় মাউন্টেন বাইক প্রতিযোগীতা আগামী শনিবার ২০ নভেম্বর বান্দরবানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগীতায় বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন এই প্রতিযোগীতা আয়োজন করছে।

এ উপলক্ষে রবিবার ১৪ নভেম্বর সকালে জেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মুজিববর্ষ জাতীয় মাউন্টেন বাইক প্রতিযোগীতার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহের উল আলম, পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেন প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন।

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক মাউন্টেন বাইকার এই প্রতিযোগীতায় অংশ নিতে যাচ্ছেন। তারা ১০০ কিলোমিটার পথ পাড়ি দেবেন।