বান্দরবানবৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২০ নভেম্বর প্রথম জাতীয় মাউন্টেন বাইক প্রতিযোগিতা শুরু হচ্ছে

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৮, ২০২১ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘মুজিব বর্ষ দুরন্ত মাউন্টেন বাইক রেস ২০২১’। ২০ নভেম্বর প্রথমবারের মতো এ আয়োজনটি অনুষ্ঠিত হবে পার্বত্য জেলা বান্দরবানে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, দুরন্ত এবং ইউএনডিপি-সিএইচটিডিএফ প্রতিযোগিতা আয়োজনে কো-স্পন্সর থাকবে।
বৃহস্পতিবার ১৮ নভেম্বর সকালে স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা এবং বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহের উল আলম চৌধুরী বক্তব্য রাখেন।

প্রতিযোগিতায় পার্বত্য চট্টগ্রামের ৩টি জেলা থেকে ২৫ জন এবং দেশের অন্যান্য এলাকা থেকে আরও ৭৫ জন প্রতিযোগী অংশ নেবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহের উল আলম চৌধুরী জানান, অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী বাইকার থাকবেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ভোর ৭ টায় রাজার মাঠ এলাকায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন এবং বিকেলে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

প্রতিযোগীরা মোট ১০০ কিলোমিটার পথ অতিক্রম করবেন। ২০ নভেম্বর ভোর ৭ টায় শহরের রাজার মাঠ পয়েন্ট থেকে সাইকেল প্রতিযোগিতা শুরু হয়ে থানচি উপজেলার নীলদিগন্ত হয়ে মিলনছড়ি এসে শেষ হবে।