বান্দরবানশুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২ বছরের শিশু কন্যা ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

প্রতিবেদক
বার্তা বিভাগ
সেপ্টেম্বর ২৬, ২০২২ ১২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

বান্দরবানের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল রবিবার ২৫ সেপ্টেম্বর দেয়া এক রায়ে দু’বছরের শিশুকন্যাকে ধর্ষণের দায়ে শফিউল আলম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন।

রবিবার সকালে নিজ এজলাসে বান্দরবান নারী ও শিশু নির্যাতন আদালতের স্পেশাল জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়, সমাজে মানবিক মূল্যবোধ এবং নৈতিকতা পুনরুদ্ধারে ধর্ষণ ঘটনায় কঠিন সাজা দেয়া ছাড়া অন্য কোনো উপায় নেই।

বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বাচিং থোয়াই জানান, আদালত স্থাপনের পর এটি প্রথম রায়। গত বছরের ১৯ ফেব্রুয়ারি বান্দরবান শহরের বালাঘাটায় এ ঘটনা ঘটে। দন্ডপ্রাপ্ত আসামী শফিউল আলম কক্সবাজার জেলার ভারুয়াখালীর বাসিন্দা। একজন নির্মাণ শ্রমিক হিসেবে বান্দরবানের বালাঘাটায় দীর্ঘদিন যাবত ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। ঘটনার দিন নির্যাতিতা শিশু কন্যার পিতা (দেলোয়ার হোসেন) তার কন্যাকে বাসায় পৌছে দেয়ার জন্য শফিউল আলমের কাছে দেয়। কিন্তু শিশুকন্যাকে তার পিতার বাসায় পৌছে না দিয়ে নিজের বাসায় নিয়ে ধর্ষণ করে শফিউল। কিছুক্ষণ পর শিশুটি বাসায় পৌছলে তার মা শিশুটিকে রক্তাক্ত দেখতে পেয়ে তার পিতাকে খবর দেয়। পরে তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই শিশুর পিতা বাদী হয়ে বান্দরবান সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই প্রিয়েল পালিত ও এসআই মিথুন সিংহ এই ঘটনায় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করে অভিযোগ সম্পর্কে নিশ্চিত হয়। গত বছরের ১৬ জুলাই তারা আদালতে আসামীর বিরুদ্ধে চার্জশীট দাখিল করে।

অ্যাডভোকেট বাচিং থোয়াই জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯ (১) ধারা মতে মামলাটি বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়। দীর্ঘদিন শুনানীর পর বিজ্ঞ আদালত রবিবার (২৫ সেপ্টেম্বর) মামলার রায় ঘোষণার দিন ধার্য করে।

মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন স্পেশাল পিপি অ্যাডভোকেট বাচিং থোয়াই মারমা। আসামী পক্ষে কোনো আইনজীবি না থাকায় তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবি অ্যাডভোকেট মো. শাহনেওয়াজ চৌধুরী।

রায় ঘোষণার সময় আসামী শফিউল আলম আদালতে উপস্থিত ছিলেন।