খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘটিত ঘটনায় তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের সড়ক ও নৌপথ ধর্মঘট এবং ৭২ ঘন্টার অবরোধের ডাক দেয়া হলেও বান্দরবান জেলা সদরসহ কোন উপজেলায় এ অবরোধের কোন প্রভাব পড়েনি।
পরিবহন সংগঠনগুলোর সাথে কথা বলে জানা গেছে, শনিবার সকাল থেকে বান্দরবান থেকে সকল রুটের গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সবগুলো বাজার, দোকানপাঠ ও ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক লেনদেন হয়েছে। জেলা সদরে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবরোধ আহ্বানকারীদের কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে শুক্রবার রাতে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে পাহাড়ি-বাঙালি নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বান্দরবান কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় বান্দরবানে যাতে শান্তি বজায় থাকে সেজন্য সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক।
সভায় পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান, পাহাড়ি সামাজিক নেতা অং চ মং মারমা, নারী নেত্রী ডনাইপ্রু নেলী, অ্যাডভোকেট উবাথোয়াই মারমাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।