বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানে বিএনপির সমাবেশ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ৭, ২০২৪ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সাচিং প্রু জেরী বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারি হাসিনা সরকারের পতন ঘটেছে। এখন নির্বাচনের মাধ্যমে সৎ নেতৃত্বকে একত্রিত করে শক্তিশালী একটি সরকার গঠনের মাধ্যমে দেশে সুশাসন পুন:প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, আমাদের সরকার ক্ষমতায় এলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই সমান অধিকার ভোগ করবে।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বান্দরবান প্রেসক্লাব সংলগ্ন প্রধান সড়কে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণি।

সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রশিদ, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

দূর দূরান্ত থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী সমাবেশে যোগ দেন।

এর আগে বান্দরবান রাজার মাঠ থেকে বের হয়ে একটি বর্ণাঢ্য মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।