বৃহস্পতিবার লক ডাউনের সমর্থনে বুধবার ১২ নভেম্বর গভীর রাতে বান্দরবানের লামা হারগাজা এলাকায় মশাল মিছিল হয়েছে। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে রফিক আলম (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সুত্রগুলো জানায়, রাত ১০টা ৫০ এর দিকে বের হয়ে প্রায় ২০ মিনিট ব্যাপী লামা উপজেলার ফাসিয়াখালির হারগাজা এলাকায় এই মশাল মিছিল হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মশাল মিছিলে ২৪/২৫ জন ছিল। তাদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের সমর্থক ছিলেন। সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা কুতুব উদ্দিনকেও দেখা গেছে।
এদিকে এই মশাল মিছিলের খবর পেয়ে লামা থানার পুলিশ দ্রুত ওই এলাকায় পৌঁছে মিছিলকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান শুরু করে।
লামা থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, আটক রফিক আলম ফাসিয়াখালি ইউনিয়নের ফকিরাখোলা এলাকার বাসিন্দা। তিনি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
এদিকে বৃহস্পতিবার ভোরে একই উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া এলাকায় সড়কের উপর কাঠের গুঁড়িতে আগুন লাগিয়ে লক ডাউনের সমর্থনে ব্যারিকেড সৃষ্টি করে গা ঢাকা দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সমর্থকরা।
