বান্দরবানে শিশু অধিকার হরণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে বান্দরবানের বিশিষ্ট মানবাধিকার নেত্রী এডভোকেট সারাহ সুদিপা ইউনুস এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের লিগ্যাল এডভাইজার এডভোকেট ফয়সাল আহম্মেদ (ফয়সাল আজিজ) এর বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে বান্দরবান সদর থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, তারা দুইজনই স্বামী-স্ত্রী। বান্দরবান সদরের বনরূপা পাড়ায় বসবাসকারী এই আইনজীবী দম্পত্তি। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর থেকেই পলাতক রয়েছে।
বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সোহাগ রানা জানান, ২২ জুলাই মামলা দায়েরের পর ভিকটিমকে সেইফ হোম নিরাপত্তা দেয়া হচ্ছে। বর্তমানে চিকিৎসার জন্য তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়নাব আক্তারের স্থানীয় অভিভাবক রওশন আরা’র লিখিত অভিযোগের প্রেক্ষিতে বান্দরবান সদর থানায় শিশু ও নারী নির্যাতন আইনের সংশ্লিষ্ট ধারায় এই মামলা (মামলা নং ৯। ২২.০৭.২০২১) রুজু করা হয়েছে। তাদেরকে গ্রেফতারের জন্য সম্ভাব্য এলাকাগুলোতে অভিযান চালানো হচ্ছে।
মামলার বাদী রওশন আরা’র লিখিতসূত্রে জানা যায়, বান্দরবান জেলার লামা উপজেলায় বসবাসকারী জয়নাব আক্তার জোহরা এর মা মারা যাবার পর বাবা আবারো বিয়ে করে অন্যত্র চলে যায়। এই অবস্থায় মেয়েটি অসহায় হয়ে পড়ে। একই এলাকায় পিতার বাড়ি হওয়ায় রওশন আরা তাকে বান্দরবান নিয়ে আসেন। এবং বান্দরবান শহরে বসবাসকারী ওই আইনজীবী দম্পত্তির বাসায় দেন।
অভিযোগে বলা হয়, টানা ৮ মাস ওই বাসায় কাজ করার সময় গৃহকর্তীর নির্যাতন সইতে না পেরে ২০ জুলাই সে ওই বাড়ি থেকে পালিয়ে স্থানীয় অভিভাবক রওশন আরা’র বাড়িতে চলে আসে।
অভিযোগে বলা হয়, টানা ৮ মাস ওই বাসায় কাজ করার সময় গৃহকর্তীর নির্যাতন সইতে না পেরে ২০ জুলাই সে ওই বাড়ি থেকে পালিয়ে স্থানীয় অভিভাবক রওশন আরা’র বাড়িতে চলে আসে।
ভিকটিমের শরীরে মশার কয়েল দিয়ে পোড়া দেওয়া দাগ এবং আঘাতের চিহ্ন রয়েছে। অভিযোগ রয়েছে, এই ৯ বছরের শিশুকে দিয়ে প্রায়ই শ্রমঘণ এবং ঝুঁকিপূর্ণ কাজ করানো হতো।