বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনা যুদ্ধে হেরে গেলেন সবার প্রিয় নু নু প্রু মারমা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ২৮, ২০২১ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

করোনার সাথে লড়াই করে করে অবশেষে বৈশ্বিক মহামারীর কাছে হার মানলেন সবার প্রিয় বৌদি নু নু প্রু মারমা (৫৭)।

মঙ্গলবার ২৭ জুলাই রাতে বান্দরবান সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসারত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি বিশিষ্ট ক্রীড়াবিদ, ফুটবলার, ফুটবল কোচ এবং স্বরলিপি শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য সাফোচিং মারমা জুনু’র স্ত্রী।

তার কন্যা এ কি নু মারমা বিশিষ্ট নৃত্যশিল্পী ও নৃত্য প্রশিক্ষক হিসেবে খ্যাত। ৪ দশকের সংসার জীবনে অনেক ঘাত প্রতিঘাতের সাথে যুদ্ধ করে টিকে থাকলেও করোনার কাছে হার মেনে তাকে বিদায় নিতে হয়।

বান্দরবানের শিল্প সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের সাথে সংশ্লিষ্ট সবার কাছে তিনি ছিলেন প্রিয় নু নু প্রু বৌদি। এই প্রিয় মানুষটির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

নু নু প্রু’র মৃত্যুতে বান্দরবান স্বরলিপি শিল্পী গোষ্ঠী পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।