বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আজ শোকাবহ আগষ্টের প্রথম দিন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ১, ২০২১ ১১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

আগষ্ট এলেই এখনো শোকের ছায়া নেমে আসে সমৃদ্ধির পথে এগিয়ে চলা বাংলাদেশে। এ মাসেই সপরিবারে হত্যা করা হয়েছিল বাঙালি জাতিসত্ত্বার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

স্বাধীনতা লাভের মাত্র সাড়ে ৩ বছর না পেরোতেই একাত্তরের পরাজিত শক্তির ইন্ধনে পথভ্রষ্ট দেশবিরোধী কিছু সৈনিকের হাতে ১৯৭৫ সারলের ১৫ আগষ্ট নিহত হন জাতির পিতা শেখ মুজিব, তার স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ৩ পুত্র সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল। ঘাতকদের হাত থেকে রক্ষা পায়নি শেখ কামাল-শেখ জামালের নবপরিণীতা স্ত্রীরাও। ব্রাশ ফায়ারে নির্বিচারে হত্যা করা হয় মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আরো বেশ কয়েকজনকে।

শোকাবহ মাসের প্রথম দিনে ১৫ আগষ্টের সকল শহীদের প্রতি জাতি শ্রদ্ধা নিবেদন করছে।