বান্দরবানশনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাফেজিয়া মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন করলেন মন্ত্রী বীর বাহাদুর

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ২৭, ২০২১ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আজ শুক্রবার ২৭ আগষ্ট সকালে বান্দরবান জেলা সদরের হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার একাডেমিক ভবন উদ্বোধন করেছেন।

বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ৩৩ লাখ টাকায় ত্রিতল বিশিষ্ট ভবনের প্রথম তলা নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক প্রকৌশলী আবদুল আজিজ, নির্বাহী প্রকৌশলী ইয়াছির বিন আরাফাতসহ মাদ্রাসা পরিচালক ও ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী হাফিজিয়া মাদ্রাসার পাঠকক্ষ পরিদর্শন করেন।