বান্দরবানবৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৪, ২০২১ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

প্রাথমিক স্তরে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শনিবার ৪ সেপ্টেম্বর সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: জিয়াউল হক।

সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর লিটন কান্তি দাশ, বান্দরবান প্রাথমিক শিক্ষক ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) এর ইন্সট্রাক্টর ফজলুর রহমান মঞ্জিল এবং চাঁদপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সুনীল রায় কর্মশালা পরিচালনা করেন।

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রাথমিক শাখার ৩৮ জন শিক্ষক এই কর্মশালায় অংশ নেয়।