রোয়াংছড়ি উপজেলায় শুক্রবার ৮ অক্টোবর রাত ১০টার দিকে মোটর সাইকেল দুর্ঘটনায় একজন পথচারীর মৃত্যু এবং যাত্রী গুরুতর আহত হয়।
পুলিশ মোটর সাইকেলের চালক আজিজ মোল্লাহ (২০) কে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।
উপজেলা সদরের অদূরে আলেক্ষং পুরাতন স’মিল এলাকায় ভাড়ায় চালিত মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী সুবাস তঞ্চঙ্গ্যাকে (১৯) পেছন থেকে চাপা দিলে মোটর সাইকেল উল্টে যায়। এতে পথচারী এবং যাত্রী মো. হৃদয় (১৯) গুরুতর আহত হয়।
তাদেরকে প্রথমে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পথচারী সুবাস তঞ্চঙ্গ্যা’র মৃত্যু ঘটে। গুরুতর আহত অবস্থায় যাত্রী মো. হৃদয়কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা এখনো সংকটাপন্ন।
রোয়াংছড়ি থানার ওসি তৌহিদ কবির জানান, ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় চালক আজিজ মোল্লাহকে আটক করা হয়। শনিবার তাকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
এ ব্যাপারে রোয়াংছড়ি থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে ওসি জানান।