বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উদযাপিত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
অক্টোবর ১৯, ২০২১ ৮:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে সোমবার ১৮ অক্টোবর সকালে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

পরে বান্দরবান কালেক্টরেট মিলনায়তনে শেখ রাসেলের জন্ম দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

মন্ত্রী বলেন, যেদিন এদেশের প্রতিটি শিক্ষার্থী একেকজন রাসেলের মতো দৃঢ় চেতা দেশপ্রেমিক হয়ে উঠতে পারবে সেদিনই রাসেল হত্যার প্রতিশোধ নেয়া হয়ে যাবে।

আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে কেক কেটে শেখ রাসেলের জন্মদিনের অন্যান্য কর্মসূচির উদ্বোধন করা হয়।