বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৯টি ইউনিয়নের সবকটি নৌকার দখলে

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ১২, ২০২১ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

বান্দরবানের ২টি উপজেলার ৯টি ইউনিয়নের ভোটের ফলাফলে সবকটিতেই নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। বৃহস্পতিবার ১১ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণের পর গণনার কাজ শুরু হয়। পরে ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে লামা উপজেলার ৭টি ইউনিয়নে এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ও দোছড়ি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ড মেম্বার এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ভোট গ্রহণ করা হয়।

রিটার্নিং অফিসার কর্তৃক বৃহস্পতিবার রাতে বেসরকারি ফলাফলে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী বাথোয়াই চিং মারমা, লামা সদর ইউনিয়নে মিন্টু কুমার সেন, ফাঁসিয়াখালী ইউনিয়নে মোঃ নুরুল হোসাইন, আজিজনগর ইউনিয়নে মোহাম্মদ জসীম উদ্দিন, সরই ইউনিয়নে মোহাম্মদ ইদ্রিস, রূপসীপাড়া ইউনিয়নে ছাচিংপ্রু মারমা ও ফাইতং ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ ওমর ফারুককে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের মোঃ নুরুল আলম এবং দোছড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের মোহাম্মদ ইমরানকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

বেসরকারি ফলাফলঃ

লামা উপজেলা
গজালিয়া ইউনিয়ন
বিজয়ীঃ বাথোয়াই চিং মারমা (৪৭৪৬)
নিকটতমঃ মোহাম্মদ বাবুল হোসেন (৮৪৭)

লামা সদর
বিজয়ীঃ মিন্টু কুমার সেন (২৬৮১)
নিকটতমঃ আক্তার কামাল (১৬৪৫)

ফাঁসিয়াখালী
বিজয়ীঃ মোঃ নুরুল হোসাইন (৬০৪২)
নিকটতমঃ জাকের হোসেন মজুমদার (৫৮৯৪)

আজিজনগর
বিজয়ীঃ মোহাম্মদ জসীম উদ্দিন (৩৭১১)
নিকটতমঃ রশিদ আহম্মদ (১৫৬২)

সরই
বিজয়ীঃ মোহাম্মদ ইদ্রিস (৪৪৬১)
নিকটতমঃ মোঃ আবু হানিফ (২০৭)

রূপসীপাড়া
বিজয়ীঃ ছাচিং প্রু মারমা (৩৪৫৩)
নিকটতমঃ জাহাঙ্গীর আলম (২২৮৫)

ফাইতং
বিজয়ীঃ মোঃ ওমর ফারুক (৩৩২৫)
নিকটতমঃ আবদুল জলিল (২২১৫)

নাইক্ষ্যংছড়ি উপজেলা
বাইশারী ইউনিয়ন
বিজয়ীঃ মোহাম্মদ আলম (৫২০০)
নিকটতমঃ জাহাঙ্গীর আলম বাহাদুর (২৭৫০)

দোছড়ি ইউনিয়ন
বিজয়ীঃ মোঃ ইমরান (২০২২)
নিকটতমঃ মোঃ হাবিবুল্লাহ (১৮১১)