কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার প্রতিবাদে পার্বত্য জেলা বান্দরবানে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে মিছিল ও মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা সদরের প্রেসক্লাব চত্ত্বরে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন চলাকালে জেলা ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া দেয়। এতে ভীত হয়ে এদিক সেদিক দৌড়াতে থাকে আন্দোলনকারীরা। তবে পুলিশের সতর্ক অবস্থানের কারণে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা চলে যাওয়ার পর জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রলীগ। বিএনপি-জামায়াতের উস্কানীতে এই মানববন্ধন হয়েছে বলে তারা অভিযোগ করে। এ সময় তারা শান্তিপূর্ণ বান্দরবানকে আন্দোলনের নামে অশান্ত করে তোলার যে কোন চক্রান্ত থেকে সরে আসার আহবান জানান।