আসন্ন শারদীয় দুর্গা পুজা উপলক্ষে সোমবার সকালে বান্দরবানে বিএনপি নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছে বান্দরবান জেলা শারদীয় দুর্গা পুজা উদযাপন কমিটি।
স্থানীয় একটি হোটেলের হল রুমে আয়োজিত এই মত বিনিময় সভায় বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠিক সম্পাদক মাহবুবের রহমান শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পূজা উদযাপন কমিটির সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দিন, বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দির কমিটির আহ্বায়ক নিখিল দাস ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রতাপ বিশ্বাস বক্তব্য দেন।
এর আগে সোমবার সকালে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের সাথে নিয়ে বান্দরবান শহরের বালাঘাটা এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে সনাতন ধর্মাবলম্বীরা।
বান্দরবান পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাহিদ ইকবাল এ সময় উপস্থিত ছিলেন।