বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে ভোক্তা অধিকার আইন বিষয়ক কর্মশালা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
অক্টোবর ৩০, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

বাজার নিয়ন্ত্রণে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা বুধবার সকালে বান্দরবান কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন সকালে কর্মশালার উদ্বোধন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, সহকারি পুলিশ সুপার সালাহ উদ্দিন, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর বান্দরবান জেলা সভাপতি মনিরুল ইসলাম মনু এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক এতে বক্তব্য দেন।

প্রশাসন, ম্যাজিস্ট্রেসি, বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং নাগরিক প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।