বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মত বিনিময় : পুলিশী সেবা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
অক্টোবর ৩০, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের নবাগত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার বলেছেন, পুলিশ-সাংবাদিক-জনতা এক সাথে কাজ করলে প্রতিটি এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি জনবান্ধব হয়ে উঠবে।

পার্বত্য জেলা বান্দরবানে পুলিশী সেবা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করে যাওয়ার অঙ্গিকার করেন মোঃ শহিদুল্লাহ কাওছার।

বুধবার সকালে নিজ কার্যালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে নবাগত পুলিশ সুপার এসব কথা বলেন।

গত ৩ অক্টোবর বান্দরবান জেলায় যোগদানের পর সাংবাদিকদের সাথে এই প্রথম মত বিনিময় করেন তিনি।

পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা যেমন জনগণের বন্ধু, তেমনিভাবে পুলিশের কার্যক্রম সফল করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এবং অন্যান্য সাংবাদিকগণ এতে বক্তব্য রাখেন।