বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্যাবের স্মারকলিপিঃ আলু, পেয়াজ ও ভোজ্য তেলের মূল্য নিয়ন্ত্রণে আনা হোক

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৪, ২০২৪ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাজারে আলু, পেয়াজ ও ভোজ্য তেলের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

এমন অবস্থায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মিছিল, সমাবেশ ও মানববন্ধনসহ সারাদেশের ক্যাব শাখাগুলো থেকে ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালকের কাছে জেলা প্রশাসকদের মাধ্যমে স্মারকলিপি দেয়া হয়েছে।

কর্মসূচির আওতায় কনজ্যুমারস এসোসিয়েশন বান্দরবান জেলা শাখার পক্ষ থেকে বুধবার ৪ ডিসেম্বর সকালে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনের মাধ্যমে স্মারকলিপি দেয়া হয়েছে।

ক্যাব এর বান্দরবান জেলা সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক জর্জ ত্রিপুরা ও যুগ্ম সম্পাদক সাজিদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।