প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
বিশেষ বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই প্রকল্প বাস্তবায়ন করে। শনিবার সকালে উপদেষ্টা এ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।