বান্দরবান প্রেসক্লাবের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার প্রেসক্লাব মিলনায়তনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার।
প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এতে সভাপতিত্ব করেন।
কেক কেটে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালাকে স্মরণীয় করে রাখেন। পরে অভ্যাগত অতিথি এবং সাংবাদিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।