নাইক্ষ্যংছড়িতে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ১১ নং ব্যাটালিয়নের পক্ষ থেকে দরিদ্র জনগণকে আর্থিক সহায়তা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপবৃত্তি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জোন সদর দপ্তরে সংশ্লিষ্টদের হাতে সহায়তা তুলে দেন ব্যাটালিয়ন অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস।
অনুষ্ঠান শেষে তিনি জোন কর্তৃক পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারী ১০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ বিতরণ করেন এবং নতুন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জোন উপ অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।