বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আলীকদম কলেজ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের আলীকদম কলেজ এর একাডেমিক ভবন ও অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি।

বুধবার ১২ ফেব্রুয়ারি কলেজের নিজস্ব জমিতে এই ভবন নির্মাণ করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুমিন, কলেজ অধ্যক্ষ মুজিবুর রহমান মানিক, আলীকদেম থানার ওসি মির্জা জহির উদ্দীন, উপজেলা বিএনপি আহ্বায়ক মাশুক আহমেদ, যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টো, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ, কলেজের জমিদাতা মোঃ এরশাদ মিয়া, মোঃ আনছার আলী, মোঃ নুর হোসেনসহ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, আলীকদম কলেজের নতুন একাডেমিক ভবন নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।

 

রিপোর্টঃ বশির আহমদ