বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়িতে আবারো স্থলমাইন বিস্ফোরণে একজন আহত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মার্চ ১, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে শনিবার ১ মার্চ আবারো স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিকেল পৌণে চারটার দিকে সংঘটিত এই বিস্ফোরণে একজন বাংলাদেশি মারাত্মক জখম হয়েছে। এতে তার বাম পা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে।

আহত মোহাম্মদ নুরুন্নবী (৪৮) নাইক্ষ্যংছড়ি উপজেলার লম্বা বিল পাড়ার বাসিন্দা। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্য।

স্থানীয় সূত্র জানায়, আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ৪২ এর কাছাকাছি নিকুছড়ি এলাকায় পাখি শিকার করতে গিয়ে অসতর্কতাবশতঃ মিয়ানমারের রাখাইন প্রদেশ অংশে ঢুকে পড়ে। এ সময় তার পায়ের স্পর্শে পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরিত হয়ে নুরুন্নবী ছিটকে পড়ে যান। পরে তাকে বাংলাদেশ অংশে নিয়ে আসা হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, এলাকাবাসী সূত্রে তিনি স্থল মাইন বিস্ফোরণে এক ব্যক্তি আহত হবার খবর জেনেছেন।

ঘটনার পর স্বজনরা তাকে কক্সবাজারের মেডিসিন সান ফ্রন্টিয়ার (এমএসএফ) হাসপাতালে নিয়ে গেছে বলে জানান ইউএনও।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের আমতলী এলাকার ওপারে মিয়ানমারের অভ্যন্তরে চোরাই পথে গরু আনতে গিয়ে মোহাম্মদ সিরাজুল ইসলাম স্থলমাইন বিস্ফোরণের কবলে পড়েন।