বান্দরবানশনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তেতাল্লিশ-এ বান্দরবান পৌরসভা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মার্চ ১৫, ২০২৫ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

৪২ বছর পেরিয়ে ৪৩ এ পদার্পণ করলো বান্দরবান পৌরসভা।

বৃহস্পতিবার ১৩ মার্চ পৌরসভা চত্ত্বরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) এস এম মনজুরুল হক। পরে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় কালেক্টরেট চত্ত্বরে এসে শেষ হয়।

এ উপলক্ষে পৌরসভা প্রাঙ্গনে খতমে কোরআন, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, নগর সমন্বয় কমিটি (টিএলসিসি) সভা, ইফতার ও দোয়া মাহফিলসহ নানা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণি, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 

 

কৃতজ্ঞতাঃ বশির আহমদ