বান্দরবানবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রতিবেদক
বার্তা বিভাগ
এপ্রিল ৭, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

গাজায় ইসরায়েলির নৃশংস হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থী ও সাধারণ জনগণ।

সোমবার ৭ এপ্রিল বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর বান্দরবান প্রেসক্লাব সংলগ্ন আবু সাইদ মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় গাজায় গণহত্যা বন্ধে বিশ্বে মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মো. আসিফ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা পোড়ানো হয় এবং ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান বক্তারা।