বান্দরবানের লামা উপজেলা সদরে একটি টোব্যাকো কোম্পানির অফিসে ডাকাতির ঘটনার সাথে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশী অভিযানে লুন্ঠিত মোট ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকার মধ্যে এ পর্যন্ত ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।
গত ৯ মে রাত ৩টা থেকে ৪টার মধ্যে লামা পৌরসভার লাইনঝিরি এলাকায় আবুল খায়ের টোব্যাকো অফিসের তালা ভেঙ্গে ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা ডাকাতি করে নিয়ে যায়। ওই ডাকাতির ঘটনার ৮ দিনের মধ্যেই লামা থানার পুলিশ আসামীদের অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান চালিয়ে এই সফলতা অর্জন করে।
বান্দরবান জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার ১৭ মে এসব তথ্য জানানো হয়।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল করিম সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে ও শনিবার দুপুরে উপজেলার সাবেক বিলছড়ি এলাকায় অভিযান চালিয়ে পাহাড়ের চূড়ায় মাটি খুঁড়ে ২ লাখ ৬৭ হাজার টাকা, আবদুর রহিমের বাড়ি থেকে ৫০ হাজার টাকা ও করিমের বাড়ি থেকে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। অভিযানে আরিফ (৩০), নাঈমুল ইসলাম সাগর (৩১), আব্দুর রহিম (৩৬) ও আনোয়ারা বেগমসহ (৪৫) মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে শনিবার বিকেলে লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আসামীদের মধ্যে আরিফ নামের একজন আসামী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। বিজ্ঞ আদালত জবানবন্দী রেকর্ড করে আসামীদের জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অভিযানে ডাকাতিকালে ব্যবহৃত ১টি বড় হাতুড়ি, ১টি চাপাতি, ১টি ছুড়ি ও ১টি তালা কাটার যন্ত্র জব্দ করা হয়।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকাতির ঘটনার পরপরই পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এর বিশেষ নির্দেশনায় এবং লামা থানার ওসি মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশ বিভিন্ন অভিযানের পরিকল্পনা করে। শুক্রবার ও শনিবারের বিশেষ অভিযানে লামা থানার পুলিশ ও জেলা পুলিশের কয়েকটি টিম অংশ নেয়।