পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক)’ এর ৬ সদস্যকে বিশেষ অভিযান চালিয়ে আটক করেছে নিরাপত্তাবাহিনী। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার ২৪ জুন দিনভর বান্দরবান সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে নিরাপত্তাবাহিনী সূত্রে জানানো হয়েছে। আটককৃতরা হচ্ছে, রিপন চাকমা, বিরকুমার ত্রিপুরা, ওয়াইসি মারমা, অজিত চাকমা, সুকেন চাকমা ও অনিয়ম চাকমা।
বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ জানান, আটককৃত ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে মঙ্গলবার রাতে আসামীদেরকে বান্দরবান সদর থানায় সোপর্দ করা হয়।
তিনি জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে তাদের নামে মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার এবং ‘পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)’ এর মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরের পর পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসনের দাবিতে শান্তিচুক্তির বিরোধীতা করে গড়ে উঠে বিকল্প আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’। এর নেতৃত্বে ছিলেন একসময়ে ‘পিসিজেএসএস’ এর অঙ্গসংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ নেতা প্রসীদ খীসা ও সঞ্জয় চাকমা। পরবর্তীতে বিভিন্ন নীতিগত প্রশ্নে প্রসীদ-সঞ্জয়ের নেতৃত্বাধীন ‘ইউপিডিএফ’ ভেঙ্গে ২/৩ খন্ড হয়ে যায়। এর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় হয়ে উঠে ‘ইউপিডিএফ-গণতান্ত্রিক’ গ্রুপ।
সাম্প্রতিক সময়ে ‘পিসিজেএসএস’ এর বিভিন্ন গ্রুপ এবং ‘ইউপিডিএফ’ এর বিভিন্ন গ্রুপের বিরুদ্ধে চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ উঠে। আধিপত্য বিস্তার নিয়ে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকবার সশস্ত্র সংঘাত হয়। হতাহত হয় অনেকেই।