বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অলিম্পিক আর্চারিঃ শেষ হল রোমান সানার ‘গো ফর গোল্ড’ অভিযান

প্রতিবেদক
সোহেল রশীদ
জুলাই ২৭, ২০২১ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

শেষ পর্যন্ত পারলেন না রোমান সানা। টোকিও অলিম্পিকের আর্চারির শীর্ষ ষোলোর ম্যাচে কানাডার ডুয়েনাস ক্রিসপিনের বিপক্ষে ৬-৪ সেটে হেরে গেলেন তিনি। ব্যক্তিগত রিকার্ভ ইভেন্ট থেকে বিদায় হলো রোমানের। শক্তিশালী টাইফুন নেপার্টাকের আঘাতে সকাল থেকেই আর্চারদের প্রতিকূলে ছিল আবহাওয়া।

আজ ২৭ জুলাই, মঙ্গলবার সকাল থেকেই প্রচণ্ড বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল ইউমেনোসিমায়। এর মাঝেই রাউন্ড অব থার্টি টুতে টম হালকে বিদায় করে দেন রোমান। কিন্তু শীর্ষ ষোলোর ম্যাচের আগে আবহাওয়া খারাপ হলে কিছুটা পিছিয়ে দেওয়া হয় সময়।

পরে ম্যাচ শুরু হলে কিছুটা ব্যাকফুটে ছিল রোমান। তবে প্রথম সেটেই কানাডিয়ান প্রতিপক্ষকে হারিয়ে দেন তিনি। ক্রিসপিনের ২৫ পয়েন্টের বিপরীতে তার ছিল ২৬ পয়েন্ট। কিন্তু এই সময়ে কানাডিয়ান প্রতিপক্ষ দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালে পরের দুই সেটেই আর শেষ রক্ষা করতে পারেননি রোমান। টানা জয়ে ম্যাচে এগিয়ে যান ক্রিসপিন।
তবে চতুর্থ সেটে আবারো ঘুরে দাঁড়ান রোমান সানা। ২৭-২৬ পয়েন্টে সেট জিতে নেন তিনি। ৪-৪ এ সমতায় ফিরেন ম্যাচে। কিন্তু শেষ সেটে আর পারেননি রোমান। প্রথম শটে ৯ পয়েন্ট পেলেও পরের দুটিতে ৮ করে পয়েন্ট নিয়ে পিছিয়ে যান তিনি। অন্যদিকে ক্রিসপিন শুরুতে ৭ পয়েন্ট নিলেও পরের দুটিতে ১০ আর ৯ পয়েন্ট ঘরে তুলে আনন্দে ভাসান কানাডাকে।

ইতিহাস গড়ার পরের ম্যাচেই হেরে গেলেন রোমান সানা। এর মাধ্যমে শেষের পথে ‘গো ফর গোল্ডের’ যাত্রা। আগামী ২৯ জুলাই রিকার্ভের নারী এককে বেলারুশের কারিনার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের তরুণ আর্চার দিয়া সিদ্দিক।